ঢাকা, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

বিনোদন

এলিটার বিয়ের বাদ্য

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৩৭, মে ৩০, ২০১৫
এলিটার বিয়ের বাদ্য বিয়ের পর এলিটা করিম ও আশফাক নিপুণ

ভালোবেসে ঘর বাঁধলেন সংগীতশিল্পী এলিটা করিম। তার বর আশফাক নিপুণ পেশায় নির্মাতা।

শুক্রবার (২৯ মে) রাতে তাদের বিয়ের বাদ্য বাজলো। দুই পরিবারের সম্মতিতে ঘটা করে এক হলো তাদের চার হাত।

এলিটা ও নিপুণের মধ্যে মন দেওয়া-নেওয়া চলছিলো সাড়ে চার বছর ধরে। একটি নাটকে অতিথি শিল্পী হিসেবে কাজ করতে গিয়ে তাদের পরিচয়। এরপর তা গড়ায় প্রেমে। বিয়ের মধ্য দিয়ে দু’জনের সম্পর্কের সফল সমাপ্তি হলো।  

নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন দেশের বিনোদন অাঙিনার অনেকে। এর মধ্যে উল্লেখযোগ্য মোস্তফা সরয়ার ফারুকী-তিশা দম্পতি, তাহসান-মিথিলা দম্পতি, কনা, আদনান আল রাজীব, সুমন পাটওয়ারী প্রমুখ।

রাগা ব্যান্ডের গায়িকা হিসেবে সংগীতাঙ্গনে পরিচিতি পান এলিটা। গানের বাইরে সাংবাদিকতা করেন তিনি। কয়েকদিন আগে বাজারে এসেছে স্বনামে তার প্রথম একক অ্যালবাম। অন্যদিকে নির্মাতা ফারুকীর সহকারী হিসেবে কাজ করে আসছেন আশফাক।

বাংলাদেশ সময়: ০২৩৭ ঘণ্টা, ৩০ মে, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।