ঢাকা, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

বিনোদন

১০ বছরের সংসারের ইতি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২১, মে ২৯, ২০১৫
১০ বছরের সংসারের ইতি জেনিফার গার্নার ও বেন অ্যাফ্লেক

হলিউড অভিনেতা বেন অ্যাফ্লেক এবং অভিনেত্রী জেনিফার গার্নার তাদের দশ বছরের দাম্পত্য জীবনের ইতি টানতে যাচ্ছেন।  

 

সম্প্রতি এক প্রতিবেদনের দেওয়া সাক্ষাৎকারে ৪২ বছর বয়সী এই অভিনেতা জানান, ‘আমি চাই আমাদের তালাকের খবর আমাদের ১০ বছর বিবাহবার্ষিকীর আগেই সকলে জেনে যাক।

আর আমি চাই না আমাদের এই সমস্যার কোনোও প্রভাব আমার নতুন ছবি ‘ব্যাটম্যান ভার্সাস সুপারম্যান : ডন অব জাস্টিন’ এর উপর পড়ুক। ’

 

অন্যদিকে জেনিফার জানান, ‘এই কঠিন পরিস্থিতির জন্য নিজেকে তৈরী করছি। ’

 

২০০৫ সালে একে অপরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বেন এবং জেনিফার। তাদের ঘরে তিনটি সন্তানও রয়েছে। আর তাদের তালাকের পর সন্তানেরা কার কাছে থাকবেন তা পরবর্তীতে জানানো হবে।  

 

বাংলাদেশ সময়: ১৭২১ ঘন্টা, মে ২৯, ২০১৫

বিএসকে 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।