ঢাকা, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

বিনোদন

জুনে ববির ‘পিকনিক’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫২, মে ২৯, ২০১৫
জুনে ববির ‘পিকনিক’ ববি/ ছবি: নূর /বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছিল ইফতেখার চৌধুরী ‘পিকনিক’ নামে একটি ছবি বানাবেন। নায়িকা হিসেবে থাকবেন ববি।

এবার ছবিটির দিনক্ষণ ঠিক হলো। আসছে জুনে ছবিটির কাজ শুরু হবে বলে জানিয়েছেন এ ছবির মূল অভিনেত্রী ববি। আর ছবিতে তার সহশিল্পী হিসেবে থাকছেন ওপার বাংলার নায়ক ওম।  

 

প্রেম-ভালোবাসা আর অ্যাকশনে ভরপুর ছবি তৈরির হিড়িকের মধ্যে একটু ভিন্নমাত্রা যোগ করতে চান পরিচালক ইফতেখার চৌধুরী।  

ববি বাংলানিউজকে বলেন, ‘এ ছবিটি সম্পূর্ন ভৌতিক ধরনার ছবি হতে যাচ্ছে। রাজধানীর ভেতরে জঙ্গলঘেরা এলাকার পাশাপাশি দেশের বাইরেও ছবিটির দৃশ্যায়ন শুরু হবে। ছবিটির কাজ জুনে শুরু হচ্ছে। এ ছবিটি নিয়ে আমি বেশ আশাবাদী। ’

 

ছবিটি প্রযোজনা করছে জাজ মাল্টিমিডয়া। খুব শিগগিরই এ ছবির ঘোষণা আসবে বলেও জানা যায়।  

 

ববি অভিনীত সবশেষ ছবি ছিল ‘অ্যাকশন জেসমিন’। এটিও নিদের্শনা দেন ইফতেখার চৌধুরী।  

 

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, মে ২৯, ২০১৫

এমকে/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।