ঢাকা, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

বিনোদন

মিথিলার চলতে চলতে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৭, মে ২৯, ২০১৫
মিথিলার চলতে চলতে মিথিলা/ ছবি: নূর /বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নীল আচল। বিদেশ থেকে কিছুদিন হলো দেশে ফিরেছে।

ফিরেই দেখে তার বিয়ের জন্য বর ঠিক করা। খবর শুনে বাড়ি থেকে পালিয়ে যায় নীল আচল। এরপর ঘটতে থাকে নানা ঘটনা। এমনই একটি চরিত্রে অভিনয় করছেন ভিট-চ্যানেল আই টপ মডেল মিথিলা। নাটকের নাম ‘চলতে চলতে’। রচনা ও পরিচালনা করেছেন আশরাফুল রহমান।  

 

এ নাটকে সহশিল্পী হিসেবে পেয়েছেন ইমামী ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম সিজন টু এর তারকা একে আজাদ, হাসান ইমাম ও ‍আবু সাঈদ খান। রাজধানীর বিভিন্ন জায়গায় এর দৃশ্যধারনের কাজ শেষ হয়েছে।  

নাটকটি নিয়ে মিথিলা বাংলানিউজকে বলেন, ‘চরিত্রটি বেশ বৈচিত্রময়। রোমান্টিক কাহিনীর এই গল্পটি সকলের পছন্দ হবে বলে আশা করছি। ’

 

খুব শিগগিরই যে কোনো চ্যানেলে প্রচার হবে নাটক ‘চলতে চলতে’।  

 

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, মে ২৯, ২০১৫

এমকে/

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।