ঢাকা, বৃহস্পতিবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৪ জুলাই ২০২৫, ২৮ মহররম ১৪৪৭

বিনোদন

‘স্টেটমেন্ট’ নিয়ে আসছেন নাঈম ও মম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৬, মে ১৭, ২০১৫
‘স্টেটমেন্ট’ নিয়ে আসছেন নাঈম ও মম ‘স্টেটমেন্ট’ নাটকের দৃশ্যে মম ও নাঈম

‘স্টেটমেন্ট’ নামটা শুনলেই মনে হয় ভিন্ন কিছু কথা। তবে এ কথা বা তথ্য থাকছে নাঈম ও মম অভিনীত একটি খন্ড নাটকে।

কামরুজ্জামানের রচনায় নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মুজাক্কির আদি। এরইমধ্যে উত্তরার বিভিন্ন জায়গায় এর দৃশ্যধারনের কাজ শেষ হয়েছে।

আরো বিভিন্ন চরিত্রে রয়েছেন মুনিরা মিঠু, ইভান, প্রমি প্রমুখ। নাটকের গল্প নিয়ে পরিচালক জানান, রিয়া ও অনিক ছাদে বসে কফি খাচ্ছেন। ছাদের পেছনে কৃষ্ণচূড়া গাছ। তাঁরা কৃষ্ণচূড়ার ফুল দেখছেন আর জমিয়ে গল্প করছেন। অনিকের কথা শুনে কখনো রিয়া হাসছেন আবার কখনো চুপ করে আছেন। কিন্তু রিয়ার সর্ম্পক ছিল তো আবিরের সাথে। রিয়ার জীবনে হঠাৎ শুরু হয় নতুন ঝামেলা। জীবনের তাগিদে রিয়া নতুন করে সংগ্রাম শুরু করে। তারপর ঘটে নানা ঘটনা।

এখানে রিয়া চরিত্রে মম, অনিক চরিত্রে নাঈমকে অভিনয় করতে দেখা যাবে। নাঈম বাংলানিউজকে বলেন, ‘কাজটি ভালোভাবে শেষ হয়েছে। পরিচালক হিসেবে আদি নতুন হলেও ভালো কাজ করেছে। বন্ধুত্ব, প্রেম ও জীবনের সংগ্রামের গল্প ঘেরা এ গল্পটি দর্শকরা পছন্দ করবেন বলে আশা করছি। ’

মম বলেন, কাজটি ভালো হয়েছে। বাঁকীটা দর্শকরা দেখে মন্তব্য করবেন।

খুব শিগগিরই যে কোনো চ্যানেলে প্রচার হবে নাটক ‘স্টেটমেন্ট’।

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, ১৭ মে, ২০১৫
এমকে/







বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।