ঢাকা, বৃহস্পতিবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৪ জুলাই ২০২৫, ২৮ মহররম ১৪৪৭

বিনোদন

ঝড়ে উড়ে গেল কমলেশ্বরের লাখ টাকার সেট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৪, মে ১৭, ২০১৫
ঝড়ে উড়ে গেল কমলেশ্বরের লাখ টাকার সেট কমলেশ্বর মুখোপাধ্যায়

সাম্প্রতিক ভূমিকম্পের জেরে প্রতিবেশী দেশ নেপাল বেশ কয়েক শতক পিছিয়ে গিয়েছে। এবার ঝড়ের তাণ্ডবে ৮ লক্ষ টাকা আর্থিক ক্ষতির মুখোমুখি হলেন কলাকাতার বাংলা ছবির পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়।

‘মেঘে ঢাকা তারা’, ‘চাঁদের পাহাড়’ খ্যাত পরিচালক তাঁর আগামী ছবির দৃশ্যধারন করছিলেন মহীশূরের ব্রহ্মগিরি এলাকায়।

পুরী থেকে কয়েক ঘণ্টা দূরত্বের সড়ক পথে চলছিল ছবি তৈরীর কাজ। সকাল থেকে রোদ ঝলমলে পরিবেশে শুটিং করছিলেন কলাকুশলীরা। বেলা বেড়ে দুপুর গড়াতেই আকম্মিকভাবে মেঘে ঢেকে যায় আকাশ। তার পর কয়েক মিনিটের মধ্যেই শুরু হয় সাইক্লোন।

কমলেশ্বর এক সংবাদমাধ্যমকে বলেন, ‘চোখের সামনে সমস্ত সেট উড়িয়ে নিয়ে গেল। সব মিলিয়ে আট লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

এই ছবিতে প্রসেনজিত চট্টোপাধ্যায়, পাওলি দাম ও রাইমা সেন অভিনয় করছেন বলে জানা গেছে। ৮ লক্ষ টাকার মায়া কাটিয়ে ছবিটি বক্স অফিসে ঝড় তুলবে বলে আপাতত অপেক্ষায় রয়েছেন কমলেশ্বর।

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, ১৭মে, ২০১৫
এমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।