ঢাকা, বৃহস্পতিবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৪ জুলাই ২০২৫, ২৮ মহররম ১৪৪৭

বিনোদন

প্রবাসে আটকা পড়েছেন সঙ্গীতশিল্পী মমতাজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৫, মে ১৭, ২০১৫
প্রবাসে আটকা পড়েছেন সঙ্গীতশিল্পী মমতাজ মমতাজ

বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী মমতাজ সম্প্রতি একটি কনসার্টে অংশ নিতে লেবাননে যান। সেখানে গিয়ে বর্তমানে বৈরুতে আটকা পড়েছেন বলে জানা যায়।

তার অনুষ্ঠানকে ঘিরে সৃষ্ট রাজনৈতিক কোন্দলে এক বাংলাদেশির হাতে আরেক বাংলাদেশি খুনের ঘটনায় দেশটিতে অনেকেই আটকা পড়ে আছেন।

ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, গত সপ্তাহে বৈরুতে অনুষ্ঠিত শিল্পী মমতাজের অনুষ্ঠান থেকে ফেরার পথে ওই হাঙ্গামা ঘটে। সেখানে একজন নিহত হয়। অনুষ্ঠানের পরদিন দেশে ফেরার কথা থাকলেও জনপ্রিয় সঙ্গীতশিল্পী মমতাজকে এখনো লেবাননেই অবস্থান করতে হচ্ছে বলে জানা যায়।

খুনিকে ধরতে বর্তমানে অভিযান চালাচ্ছে লেবানন পুলিশ। এ ঘটনায় দেশটি থেকে ফিরতে চাওয়া সব বাংলাদেশিকে ফেরত পাঠানো হচ্ছে বিমানবন্দর থেকে। কোনো উড়োজাহাজেই বাংলাদেশি শ্রমিক তোলা হচ্ছে না কর্তৃপক্ষের নির্দেশে। এ অবস্থায় চরম বিপাকে পড়েছেন ছুটিতে দেশে আসতে চাওয়া কিংবা সেখানে যাওয়া শিল্পী-কলাকুশলীরা।

সেখানের পুলিশ সংবাদমাধ্যমকে জানান, অপরাধী ধরার পর পরিস্থিতি হালকা হবে। সবকিছু ঠিক হলে সকলে দেশে ফিরতে পারবেন।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, ১৭মে, ২০১৫
এমকে/


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।