ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৮ মহররম ১৪৪৭

বিনোদন

প্রথমবারের মতো কানে আরাধ্য!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৫, মে ১৫, ২০১৫
প্রথমবারের মতো কানে আরাধ্য!

প্রথমবারের মতো বচ্চন পরিবারের ক্ষুদে ‘সেলিব্রেটি’ আরাধ্য গিয়েছে কান চলচ্চিত্র উৎসবে। যাওয়ার আগে দাদুর পা ছুঁয়ে প্রণাম করে আশীর্বাদ নিয়ে গেল সেলিব্রেটি দম্পতির ঐশ্বরিয়ে-অভিষেকের একমাত্র কন্যা।

 

প্রতিবারের মতো এবারও কানে যাচ্ছেন ঐশ্বরিয়া রাই বচ্চন৷ রেড কার্পেটে হাঁটার মতো এবার চলচ্চিত্র উৎসব তার কাছে স্পেশাল৷

 

বেশ কিছুদিন বিরতির পর তিনি ফিরছেন নতুন ছবি ‘জজবা’ নিয়ে৷ কানে ‘জজবা’র ফার্স্ট লুকও প্রকাশিত হবে বলে জানা গেছে৷ 

মেয়েকে নিয়ে কানে যাওয়ার আগে এয়ারপোর্টে তাদের তুলে দিতে আসেন ঐশ্বরিয়ার বাবা। ঠিক এয়ারপোর্টে ঢোকার মুখে নানার পা ছুঁয়ে প্রণাম করে তবেই রওনা দিল আরাধ্যা৷

 

কান উৎসবে ঐশ্বর্য রাই যাচ্ছেন এই নিয়ে ১৪ বার৷ এবার লরিয়েলের প্রতিনিধি হিসেবে তিনি পা রাখছেন৷ লরিয়েলের অ্যাম্বাসেডর হিসেবে কানে গেছেন ক্যাটরিনা কাইফও৷ ঐশ্বরিয়ার সঙ্গে মেয়ে আরাধ্যা ছাড়াও তার মা বৃন্দা রয়েছেন৷ ‘জজবা’ ছবির পরিচালক সঞ্জয় গুপ্তাও গিয়েছেন কানে৷

 

সেলিব্রেটি বাড়ির কন্যা হওয়ার সুবাদে সেই ছোট্টবেলা থেকে আরাধ্যার বেড়ে ওঠার অনেক ঘটনারই সাক্ষী বিনোদনবিশ্ব।

 

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, মে ১৫, ২০১৫

বিএসকে/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।