ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

বিনোদন

বৃষ্টিতে ভিজছেন রিয়াজ-মৌসুমী হামিদ

কামরুজ্জামান মিলু, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৯, মে ১৫, ২০১৫
বৃষ্টিতে ভিজছেন রিয়াজ-মৌসুমী হামিদ টেলিছবির জন্য বৃষ্টিতে ভিজছেন রিয়াজ ও মৌসুমী হামিদ

সারারাত ধরে বৃষ্টিতে ভিজছেন চিত্রনায়ক রিয়াজ ও অভিনেত্রী মৌসুমী হামিদ। খবর নিয়ে জানা গেলো, এবারই প্রথম একসাথে তারা একটি টেলিছবিতে অভিনয় করছেন।

নাম ‘পারপাল রেইন’। আর এ টেলিছবির একটি দৃশ্যের জন্য তাদের লম্বা সময় বৃষ্টিতে ভিজতে হয়েছে। এটি রচনা ও পরিচালনা করেছেন রায়হান খান।

এরইমধ্যে গত তিনদিন এর দৃশ্যধারনের কাজ শেষ হয়েছে। মৌসুমী হামিদ বাংলানিউজকে বলেন, ‘এখানে আমার চরিত্রের নাম মিথিলা। একটা অচেনা ছেলের সাথে ফোনে কথা বলতো মেয়েটা। কিন্তু ছেলেটা একটা অপরাধী এটা জানতো না মিথিলা। পরে জানতে পারে অন্যভাবে। এবারই প্রথম রিয়াজ ভাইয়ের সাথে কাজ করা হলো। বৃষ্টিতে ভিজে কাজ করছি। বেশ ভালোই লাগছে কাজটি করে। ’

এবারের ঈদে যে কোনো চ্যানেলে প্রচার হবে টেলিছবি ‘পারপাল রেইন’।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, ১৫ মে, ২০১৫
এমকে/

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।