ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

বিনোদন

বাংলা গানও গেয়ে শোনাবেন মিকা সিং

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০২, মে ১৫, ২০১৫
বাংলা গানও গেয়ে শোনাবেন মিকা সিং মিকা সিং

ভারতের জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও সুরকার মিকা সিং এখন ঢাকায়। ১৫ মে সন্ধ্যা ৭টায় রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির (নবরাত্রি) হলে ‘ব্ল্যাক হর্স প্রেজেন্টস মিকা সিং নাইট’ নামে এ কনসার্টে সঙ্গীত পরিবেশন করবেন তিনি।

এর আগে ১৪ মে রাজধানীর স্বনামধন্য এক হোটেলে সংবাদিকদের সাথে এ কনসার্টসহ নানা বিষয়ে কথা বলেন তিনি।  

 

সে সময় উপস্থিত ছিলেন এ ইভেন্টের আয়োজক ও এম বায়িং এর পরিচালক তুহিন বড়ুয়া, এস এ টিভির সিইও  সৈয়দ সালাউদ্দিন জ্যাকিসহ আরো অনেকে।  

মিকা সিং এবারই প্রথম বাংলাদেশের কোনো কনসার্টে গান করবেন। এ বিষয়ে মিকা সিং বাংলানিউজকে বলেন, ‘আমার জন্ম পশ্চিম কলকাতায়। অল্প স্বল্প বাংলা আমি বুঝি। আজকের কনসার্টে হিন্দী গানের বাইরে বাংলা গানও গাইবো। এটা শ্রোতাদের জন্য একটা চমক থাকবে। আশা করি, আমার ভক্তর‍া কনসার্টটি উপভোগ করবে। ’

 

কনসার্টের মিডিয়া পার্টনার এস এ টিভি, রেডিও পার্টনার রেডিও আমার ও হসপিটালিটি পার্টনার দি ওয়েস্টিন ঢাকা। অনুষ্ঠানটির সাথে আরো থাকছে ‘সোহানা এলইডি টিভি ও ফু ওয়াং সিরামিক।  

 

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, ১১ মে, ২০১৫

এমকে/

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।