ঢাকা, বৃহস্পতিবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৪ জুলাই ২০২৫, ২৮ মহররম ১৪৪৭

বিনোদন

কানের লালগালিচায় ক্যাটরিনা

জনি হক, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৪০, মে ১৪, ২০১৫
কানের লালগালিচায় ক্যাটরিনা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কান (ফ্রান্স) থেকে: কানে অংশগ্রহণ করবেন বলেই সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে যোগ দিয়েছেন, তাই লালগালিচায় হাঁটার পরপরই সেই ছবি দিয়ে টুইট করে ফেললেন ক্যাটরিনা কাইফ।

আজ বুধবার (১৩ মে) কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের আগে লালগালিচায় দ্যুতি ছড়িয়েছেন ৩১ বছর বয়সী এই অভিনেত্রী।

এবারই প্রথম কানে দেখা গেলো তাকে।

লরিয়াল প্যারিসের পণ্যদূত হিসেবে কানে এলেন ক্যাটরিনা। লালগালিচায় তার পরা কালো লেসের পোশাকটি ডিজাইন করেছে অস্কার ডি লা রেন্টা। অবশ্য এর আগেই টুইটারে ভক্তদের জন্য পোশাকটি পরে একটি ছবি পোস্ট করেন তিনি।

লালগালিচায় হাঁটার আগে অন্য একটি পোশাক পরে সমুদ্রতীরে গিয়েছিলেন ক্যাটরিনা। বৃহস্পতিবারও (১৪ মে) কানের লালগালিচায় হাঁটবেন তিনি।

বলিউড তারকাদের মধ্যে লরিয়াল প্যারিসের পণ্যদূত হয়ে বরাবরের মতো এবারের আসরেও ঐশ্বরিয়া রাই বচ্চন আর সোনম কাপুর লালগালিচায় হাঁটবেন।

বাংলানিউজে কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সব খবর প্রকাশিত হচ্ছে www.rabbitholebd.com এর সৌজন্যে।

ফ্রান্স সময় : ২১০৭ ঘণ্টা, মে ১৩, ২০১৫
জেএইচ

** কান নিয়ে কানাকানি!
** ষাট বছরে স্বর্ণপাম
** কান উৎসবের খুঁটিনাটি
** কানে চোখ রাখুন
** প্যারিসে এক টুকরো কান
** রোড টু কান

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।