ঢাকা, বৃহস্পতিবার, ৯ শ্রাবণ ১৪৩২, ২৪ জুলাই ২০২৫, ২৮ মহররম ১৪৪৭

বিনোদন

ডিজে সনিকার বিয়ের সানাই

কামরুজ্জামান মিলু, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৫, মে ২, ২০১৫
ডিজে সনিকার বিয়ের সানাই মারজিয়া কবির সনিকা/ছবি: নূর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বিয়ের সানাই বাজতে যাচ্ছে ডিজে সনিকার। আগামী জুনে ধুমধাম আয়োজনে বিয়ে করতে যাচ্ছেন তিনি।

তবে দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। পাত্র চট্রগ্রামের ছেলে জয়নুল আদি ইসলাম সেজান। কয়েক মাস ধরে তাদের মধ্যে মন দেওয়া-নেওয়া চলছে। দুই পরিবারের সিদ্ধান্তে এবার এই সম্পর্কের সফল সমাপ্তি হচ্ছে বিয়ের মধ্য দিয়ে।

নতুন জীবন শুরু প্রসঙ্গে ডিজে সনিকা বাংলানিউজকে বলেন, ‘এক বন্ধুর মাধ্যমে মাস ছয়েক আগে সেজান আর আমার পরিচয়। পরিবারের সিদ্ধান্তে আমরা বিয়ে করতে যাচ্ছি। বিয়ের পরেও ডিজের কাজ করে যাবো। এ নিয়ে সেজানের কোনো আপত্তি নেই। ’

মারজিয়া কবির সনিকার জন্ম আর বেড়ে ওঠা রাজধানী ঢাকায়। মা আমিনা খাতুন মিনা রেডিওতে গান করতেন। বাসায় গান শোনার নিয়মিত চর্চা ছিল বলেই ধীরে ধীরে গানকে কেন্দ্র করে ডিস্ক জকি (ডিজে) পেশায় যুক্ত হন সনিকা। যদিও ইচ্ছা ছিল বেড়ে উঠে আইনজীবী অথবা বিমানকর্মী হবেন।

সনিকা এখন অভিনয়ও করছেন। জিটিভিতে শিগগিরেই শুরু হবে তার অভিনীত ধারাবাহিক নাটক ‘ফাইভ ফিমেল ফ্রেন্ডস’।

** অভিনয়ে ডিজে সনিকা

বাংলাদেশ সময় : ১৬০৪ ঘণ্টা, মে ২, ২০১৫
এমকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।