ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

বিনোদন

অজানা যে দুটি খবর দিলেন ম্যাডোনা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০০, মার্চ ১৩, ২০১৫
অজানা যে দুটি খবর দিলেন ম্যাডোনা ম্যাডোনা

পপসম্রাজ্ঞী বলে কথা! তাই প্রায় প্রতিদিনই খবরের শিরোনাম হন ম্যাডোনা। তার ওপর অজানা তথ্য বেরিয়ে এলো তো কথাই নেই।

তেমন দুটি খবর জানাজানি হওয়ায় সোরগোল পড়ে গেছে পশ্চিমা গণমাধ্যমে। বিখ্যাত হওয়ার আগে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনেক দুর্ভোগ পোহাতে হয়েছিলো তাকে। এমনকি ধর্ষণেরও শিকার হয়েছিলেন তিনি, তবুও পুলিশের কাছে যাননি।

২০১৩ সালে ম্যাডোনা নিজেই ধর্ষিতা হওয়ার ঘটনা জানিয়েছিলেন। সম্প্রতি ‘হাওয়ার্ড স্টার্ন শো’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে ৫৬ বছর বয়সী এই তারকা বলেন, ‘অপমানিত হওয়ার আশঙ্কায় তখন পুলিশের কাছে যাইনি। আইনের নানান প্রক্রিয়া বেশ জটিল মনে হতো তখন। এমনিতেই তো ক্ষতি হয়েছিলো, তাই ভেবেছিলাম এর আর কি মূল্য আছে!’

এদিকে ১৯৯৪ সালে প্রয়াত র‌্যাপতারকা টুপাক শাকুরের সঙ্গে প্রেম করার কথাও জানিয়ে দিয়েছেন ম্যাডোনা। তবে সম্পর্কটা বেশিদিনের ছিলো না। মার্কিন অভিনেতা শন পেন ও ব্রিটিশ নির্মাতা গািই রিচির সঙ্গে সংসার করলেও ম্যাডোনা এখন একা।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।