ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

বিনোদন

জিমে না গিয়েও আকর্ষণীয় মনিকা বেলুচ্চি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫২, মার্চ ১২, ২০১৫
জিমে না গিয়েও আকর্ষণীয় মনিকা বেলুচ্চি মনিকা বেলুচ্চি

মনিকা বেলুচ্চি অভিনয় করছেন ২৫ বছর ধরে। নব্বই দশকে তিনি যেমন রূপসী ছিলেন, এখনও যেন ঠিক তেমনই আছেন।

অথচ ৫০ বছর বয়সী এই ইতালিয়ান অভিনেত্রী নাকি জিমে যান না। অন্তত এ ব্যাপারে বরাবরই আলসেমি কাজ করে তার মধ্যে।  

 

শারীরিক গড়নটা ঠিকঠাক রাখার জন্য ব্যায়াম যন্ত্রের ওপর দৌড়ে ঘাম ঝরাতে মোটেই আগ্রহী নন মনিকা। কয়েক বছর আগে থেকেই নাদুসনুদুস গড়নকে স্বাগত জানিয়েছেন তিনি। তার কথায়, ‘কখনও জিমে যাইনি। আমি অনেকটা কুড়ে! নিজেকে শুকিয়ে ফেলার বাতিক নেই আমার। স্বাভাবিকভাবে হালকা হওয়াই সুন্দর। যদি তা না হয় তাহলে নিজেকে বদলানোর দরকার আছে বলে মনে করি না। ’

 

সৌন্দর্য ধরে রাখতে স্বাস্থ্যসম্মত খাবার বেছে নেন মনিকা। তার প্রিয় খাবার পাসতা ও চকোলেট। এ ছাড়া নিয়মিত যোগব্যায়ামও করেন। নিজেকে কেমন দেখাচ্ছে তা নিয়ে কখনও চিন্তায় কপালে ভাঁজ পড়ে না তার।  

 

মনিকা এখন জেমস বন্ড সিরিজের নতুন ছবির কাজ করছেন। ‘স্পেকটার’ নামের ছবিটিতে তার সহশিল্পী ড্যানিয়েল ক্রেগ।


** বন্ডকন্যা নন, বন্ড লেডি মনিকা বেলুচ্চি!

বাংলাদেশ সময় : ১১৫৮ ঘণ্টা, মার্চ ১২, ২০১৫

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।