ঢাকা, বৃহস্পতিবার, ২৬ আষাঢ় ১৪৩২, ১০ জুলাই ২০২৫, ১৪ মহররম ১৪৪৭

বিনোদন

নওশীন এবার গানের মডেল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪১, ফেব্রুয়ারি ২২, ২০১৫
নওশীন এবার গানের মডেল নওশীন /ছবি : নূর/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রেডিওতে কথাবন্ধু হয়ে পরিচিতি পেয়েছেন, এরপর অভিনয়ে সেই জনপ্রিয়তা বেড়েছে নওশীনের। এবার মিউজিক ভিডিওর মডেল হলেন তিনি।

রিজভী ওয়াহিদ ও ন্যান্সির গাওয়া ‘আমি চাই তোরে’ গানের মিউজিক ভিডিওতে দেখা যাবে তাকে।

এ প্রসঙ্গে নওশীন বলেন, ‘গানের মডেল হওয়ার শখ ছিলো। রিজভী ওয়াহিদের গানের কয়েকটি ভিডিও দৃষ্টিনন্দন লেগেছে। তাই রাজি হয়েছি। এবারেরটিও সবার মন কাড়বে আমার বিশ্বাস। ’

সম্প্রতি কক্সবাজারে এর দৃশ্যায়ন হয়েছে। এতে নওশীনের পাশাপাশি মডেল হয়েছেন রিজভী ওয়াহিদ। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন শুভব্রত সরকার। কিছুদিনের মধ্যেই অনলাইন এবং বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার হবে এটি।

গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর ও সংগীতায়োজন করেছেন শান। রিজভীর নতুন একক অ্যালবামে গানটি থাকবে বলে জানা গেছে।

বাংলাদেশ সময় :  ১৮৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।