ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

বিনোদন

রকস্টার শ্রদ্ধা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪৭, ফেব্রুয়ারি ১৪, ২০১৫
রকস্টার শ্রদ্ধা শ্রদ্ধা কাপুর

‘রক অন-২’-তে গলা ফাটিয়ে গান করবেন শ্রদ্ধা কাপুর। অনেক দিন ধরে খবর ছিল তৈরি হচ্ছে ‘রক অন’ ছবির সিক্যুয়াল।

আর এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে শ্রদ্ধা কাপুরকে।

 

এই বিষয়ে শ্রদ্ধা জানিয়েছেন, ‘আমি ‘রক অন’ ছবিটা দেখেছি। আমার খুব ভালো লেগেছে। বলতে গেলে এই ছবির আমি রীতিমত ফ্যান। আর এই ছবির সিক্যুয়ালে অভিনয়ের প্রস্তাব পেয়ে আমি সঙ্গে সঙ্গেই হ্যাঁ করে দিয়েছি’।

 

তিনি  আরও জানান, আমি এই রোলটি পেয়ে খুব খুশি। কেননা লাইভ পারফর্ম করা, ভিড়ে ঠাসা জনতার মধ্যে গান গাওয়া এই রকম সুযোগ খুব কম অভিনেত্রী পেয়ে থাকে।

 

এই ছবিতে শ্রদ্ধা ছাড়াও অভিনয় করতে দেখা যাবে ফারহান আখতার, অর্জুন রামপালকে। এছাড়া প্রাচী দেশাইকেও গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। এখন শুধু দর্শকদের অপেক্ষার পালা।  

 

বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।