বলিউডের এই সময়ের অভিনেত্রী দিশা পাটানির বাড়িতে গুলির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) উত্তর প্রদেশে অভিনেত্রীর বাড়িতে এই হামলা চালানো হয়।
প্রতিবেদনে বলা হয়, হামলার দায় স্বীকার করেছে রোহিত গোদারা ও গোল্ডি ব্রার চক্র।
ঘটনার সময় বাড়িতে উপস্থিত ছিলেন দিশার পরিবারের সদস্যরা। অভিনেত্রীর বোন খুশবু পাটানি (সাবেক সেনা কর্মকর্তা), বাবা জগদীশ পাটানি (অবসরপ্রাপ্ত ডিএসপি) ও মা পদ্মা পাটানি বাড়িতেই ছিলেন। অভিনেত্রী দিশা তখন মুম্বাইয়ে ছিলেন।
এক ফেসবুক পোস্টে চক্রের সদস্য বীরেন্দ্র চরণ বলেন, কোনো রকম দেবতার অসম্মান মেনে নেওয়া হবে না। তিনি দাবি করেন, এবার শুধু ট্রেলার ছিল। এরপর কোনো অসম্মান করা হলে কাউকে জীবিত ছাড়া হবে না।
পোস্টে দাবি করা হয়, আধ্যাত্মিক গুরু প্রেমানন্দ মহারাজকে অসম্মান করেছেন দিশা। এই বার্তা শুধু তার একার জন্য নয়, বরং সিনেমা ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে সবার জন্য সতর্কবার্তা। কেউ বাড়াবাড়ি করলে চরম পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে।
এই ঘটনায় দিশার বাবা জগদিশ পাটানি মামলা দায়ের করেছেন। হামলাকারীদের গ্রেপ্তারে পাঁচটি দল গঠন করেছে পুলিশ। বাড়ির নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে ঘটনা সম্পর্কে দিশা পাটানির মন্তব্য পাওয়া যায়নি।
এনএটি