ঢাকা, বৃহস্পতিবার, ৩০ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

বিনোদন

১৩ বছর পর ফিরছেন ‘তেজ’-এর সেই অভিনেত্রী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৩, আগস্ট ১৩, ২০২৫
১৩ বছর পর ফিরছেন ‘তেজ’-এর সেই অভিনেত্রী সমীরা রেড্ডি

আবেদনময়ী উপস্থিতির জন্য বেশ পরিচিত ছিলেন অভিনেত্রী সমীরা রেড্ডি। বলিউডে একসময়ের জনপ্রিয় এই তারকা প্রায় ১৩ বছর ধরে পর্দায় অনুপস্থিত।

তার সবশেষ সিনেমা ‘তেজ’ ২০১২ সালে মুক্তি পায়। লম্বা বিরতি ভেঙে ফের পর্দায় ফিরছেন তিনি।

জানা গেছে, সামনে সমীরাকে দেখা যাবে একটি ভৌতিক সিনেমায়। নাম ‘চিমনি’। এর মাধ্যমেই ১৩ বছর পর সিনে পর্দায় দেখা মিলবে এই নায়িকাকে।

সমীরা জানান, তার এই প্রত্যাবর্তনের প্রেরণা এসেছে একেবারেই অপ্রত্যাশিত জায়গা থেকে, নিজের ছেলের কাছ থেকে। এক বছর আগে আমার ছেলে রেস দেখে অবাক হয়ে বলল, ‘মা, তুমি তো এখন এ রকম দেখাও না। তুমি আবার অভিনয় করছ না কেন? আমি বললাম, কারণ আমি তো তোমাদের দেখাশোনাতেই ব্যস্ত। ওই আমাকে নতুন করে ভাবতে বাধ্য করল’।

পাঁচ বছর ধরে সামাজিকমাধ্যমে বেশ সক্রিয় ৪৬ বছর বয়সী সমীরা। করোনার সময় তিনি এই প্ল্যাটফর্মে আরও বেশি সময় দিতে শুরু করেন। এখানে তিনি খোলাখুলি কথা বলেন নারীদের নিত্যদিনের চ্যালেঞ্জ নিয়ে।

১৯৯৬ সালে সমীরাকে প্রথম দেখা যায় পঙ্কজ উদাসের গজল ‘অর আহিস্তা’-এর ভিডিওতে। ২০০২ সালে তিনি বলিউড চলচ্চিত্রে সবার নজর কাড়েন ‘মেনে দিল তুজকো দিয়া’ সিনেমাতে অভিনয়ের মাধ্যমে। এরপর হিন্দির পাশাপাশি তামিল, বাংলা, তেলুগু, মালয়ালম সিনেমায় অভিনয় করেছেন তিনি।  

এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।