ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

বিনোদন

পরিচালক অন্য কিছু করানোর চেষ্টা করছিলেন: জেসমিন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১০, আগস্ট ১২, ২০২৫
পরিচালক অন্য কিছু করানোর চেষ্টা করছিলেন: জেসমিন

প্রায়ই কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিয়ে আলোচনা শোনা যায়, বিশেষ করে শোবিজ জগতে। যেখানে নানা অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়।

কখনো যৌন হেনস্তা, কখনো কাস্টিং কাউচ- এসব অভিজ্ঞতা নিয়ে অনেকেই মুখ খোলেন।

এবার অভিনেত্রী জেসমিন ভাসিন নিজের ভয়াবহ কাস্টিং কাউচের অভিজ্ঞতা জানালেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী জানান, ঘটনাটি ঘটেছিল মুম্বাইয়ের জুহুতে। একটি অভিনয়ের জন্য কথা বলতে তিনি সেখানে গিয়েছিলেন। গিয়ে দেখেন, হোটেলের লবিতে অনেক মেয়ে অডিশনের জন্য অপেক্ষা করছে। জেসমিনও তাদের সঙ্গে বসে পড়েন।

জেসমিন বলেন, পরিচালকের কোনোভাবেই অভিনয় পছন্দ হচ্ছিল না। দৃশ্যটি ছিল প্রেমিক চলে যাচ্ছে, আর আমাকে তাকে আটকাতে হবে। কিন্তু হোটেলের রুম বন্ধ করে পরিচালক আমাকে অন্য কিছু করানোর চেষ্টা করছিলেন।

তার কথায়, তবে আমি কোনোভাবে সেখান থেকে পালিয়ে যাই। সেদিনই সিদ্ধান্ত নিই, আর কোনোদিন কোনো হোটেলের রুমে অডিশন দিতে যাব না।

মদ্যপ পরিচালককে দেখে ঘাবড়ে যান জেসমিন। তিনি অনুরোধ করেন, পরের দিন প্রস্তুতি নিয়ে এসে অভিনয় করে দেখানোর জন্য। কিন্তু পরিচালক রাজি হননি। বারবার অনুরোধের পরও পরিচালক জেসমিনকে বলেন, আজই অভিনয় করে দেখাতে হবে।

জেসমিন জানান, এরপর তিনি অভিনয় করেন কিন্তু পরিচালকের তা পছন্দ হয়নি। তিনি আরও খোলামেলাভাবে অভিনয় করতে বলেন। এরমধ্যেই পরিচালক হঠাৎ ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে দেন এবং জেসমিনকে হুমকি দিতে থাকেন। কোনো রকমে সেখান থেকে পালিয়ে আসতে সক্ষম হয়েছিলেন অভিনেত্রী।

এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।