ঢাকা, সোমবার, ২৬ শ্রাবণ ১৪৩২, ১১ আগস্ট ২০২৫, ১৬ সফর ১৪৪৭

বিনোদন

নন্দনের আয়োজনে ‘হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনায় নজরুল’ অনুষ্ঠিত

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৯, আগস্ট ১০, ২০২৫
নন্দনের আয়োজনে ‘হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনায় নজরুল’ অনুষ্ঠিত

অনুষ্ঠিত হয়েছে ‘হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনায় নজরুল’ শিরোনামের সংগীতানুষ্ঠান। সাংস্কৃতিক সংগঠন নন্দনের আয়োজনে শনিবার (০৯ আগস্ট) রাজধানীর ছায়ানটের রমেশ চন্দ্র দত্ত স্মৃতি মিলনকেন্দ্রে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন ফাহিম হোসেন চৌধুরী এবং জয়ীতা তিথি। নজরুল সঙ্গীত পরিবেশনায় ছিলেন ইয়াসমিন মুশতারী এবং আফসানা রুমকি।

গানের পাশাপাশি ‘হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনায় নজরুল’ শিরোনামের এই অনুষ্ঠানে রাখা হয় আবৃত্তিও। যা আয়োজনের সৌন্দর্য দ্বিগুণ করে। আবৃত্তিতে অংশ নেন জয়ন্ত রায় এবং হাসিনা আহমেদ সোমা।

এ অনুষ্ঠানটির পরিকল্পনা ও সার্বিক সহয়তায় ছিলেন ফেরদৌসি কাকলী। যার হাত ধরেই নন্দন ২৩ বছর ধরে পরিচালিত হচ্ছে। তিনি জানান, তাদের সংগঠনের এটি ছিল ৮১তম আয়োজন।  

এনএটি 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।