‘মাঝে মাঝে মনে হয়, অভিনয়টা ছেড়েই দেব। কিন্তু ১০-১২ দিনের বেশি থাকতে পারি না।
অভিনয় যে তার একমাত্র ধ্যান-জ্ঞান সেটাই যেন আরও একবার কথার মাধ্যমে প্রকাশ করলেন এই তারকা। সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে কথাগুলো বললেও সঙ্গে মোশাররফ করিম এও বলেন সাংবাদিকতা করার ইচ্ছে রয়েছে তার।
এই অভিনেতার কথায়, সাংবাদিকতা করতে ইচ্ছা করে। অনেক আগে থেকেই আমার মনে হয়, আমি তারিক ভাইয়ের (তারিক আনাম খান) ইন্টারভিউ নিই। এটা প্রায়ই মনে হয়। অনেক সময় হায়াত ভাইয়ের (আবুল হায়াত) ইন্টারভিউ নিতে ইচ্ছে করে, দীর্ঘ ইন্টারভিউ।
সাংবাদিকতা পেশাকে ভীষণ শ্রদ্ধা করেন বলে জানিয়েছেন মোশাররফ করিম। কোনো দিন অভিনয় ছেড়ে দিলে তার ইচ্ছে রয়েছে সাংবাদিকতা করার।
কথার প্রসঙ্গে তিনি বলেন, সাংবাদিকতার সৃজনশীলতা হচ্ছে একজন মানুষকে বের করে নিয়ে আসা যায়, উপলব্ধি সম্পর্কে জানা যায়। আলাপ-আলোচনা কী আসলে, আলাপ-আলোচনা হচ্ছে আমি নিজে সমৃদ্ধ হব, সেই আলোচনা দেখে বা পড়ে অন্যরাও সমৃদ্ধ হবে, আনন্দিত হবে। নতুন দিক সম্পর্কে জানতে পারবে। কোনো দিন অভিনয় ছেড়ে দিলে সাংবাদিকতা করতেও পারি। এই পেশাকে আমি ভীষণ শ্রদ্ধাও করি।
এদিকে, যুক্তরাষ্ট্রের ডালাসে অনুষ্ঠিত হতে যাওয়া ‘৮ম বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল অব ডালাস ২০২৫’ প্রদর্শিত হবে মোশাররফ করিম অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আবর্ত-দ্য সার্কেল’। মাহমুদুল হাসান টিপু পরিচালিত এই চলচ্চিত্রে আরও অভিনয় করেছেন অভিনয়শিল্পী রেবেনা রেজা জুঁই।
এনএটি