ঢাকা, বুধবার, ৬ কার্তিক ১৪৩২, ২২ অক্টোবর ২০২৫, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৭

বিনোদন

দেওরের সঙ্গে রোমান্সে আপত্তিতে সিনেমা ছাড়েন শ্রীদেবী!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫১, অক্টোবর ২১, ২০২৫
দেওরের সঙ্গে রোমান্সে আপত্তিতে সিনেমা ছাড়েন শ্রীদেবী!

আক্ষরিক অর্থে ভারতীয় সিনেমার প্রথম ‘লেডি সুপারস্টার’ ছিলেন শ্রীদেবী। আজ পৃথিবীতে না থাকলেও তার অনবদ্য চরিত্রগুলোর সঙ্গে আজও তিনি ভক্তদের হৃদয়ে বেঁচে রয়েছেন।

শ্রীদেবী তার ক্যারিয়ারে অনেক ব্লকবাস্টার সিনেমা দিয়েছেন। কিন্তু শ্রীদেবী এমন অনেক সিনেমার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন যা মুক্তির পরে ব্লকবাস্টার হয়েছিল।

জানেন কি শ্রীদেবীর একটি সিনেমার চিত্রনাট্য পছন্দ হলেও শুধুমাত্র অনিল কাপুরের জন্য প্রত্যাখ্যান করেন। ১৯৯২ সালে মুক্তি পাওয়া চলচ্চিত্র ‘বেটা’। এতে নায়ক চরিত্রে নেওয়া হয়েছিল শ্রীদেবীর দেওর অনিল কাপুরকে। পরিচালক ইন্দ্র কুমার চেয়েছিলেন সিনেমাটিতে মিস্টার ইন্ডিয়া জুটিকে পুণরায় পর্দায় আনতে।

সেই মোতাবেক শ্রীদেবীকে পরিচালক ‘বেটা’ সিনেমায় প্রধান অভিনেত্রীর ভূমিকার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু তিনি তা করতে অস্বীকার করেছিলেন।

ইন্দ্র কুমার এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, এর আগে বনি কাপুর এই সিনেমাটি নির্মাণ করছিলেন, কিন্তু শ্রীদেবী এতে কাজ করতে অস্বীকৃতি জানালে স্বত্ব নেন চলচ্চিত্র নির্মাতা ইন্দ্র কুমার। শ্রীদেবীর এই সিনেমার প্রত্যাখ্যান করার অন্যতম কারণ ছিলেন অনিল কাপুর। পর্দায় দেওরের সঙ্গে রোমান্স করতে চাননি শ্রীদেবী।

এই নির্মাতা আরও জানান, শ্রীদেবী প্রত্যাখান করার পরেই চরিত্রটি মাধুরী দীক্ষিতের কাছে যায় এবং তিনি এটি করতে রাজি হন। তবে শ্রীদেবী এর আগে অনিলের সঙ্গে ‘মিস্টার ইন্ডিয়া’, ‘জুদাই’, ‘লাডলা’, ‘রূপ কি রানি চোরন কা রাজার’ মতো সিনেমায় কাজ করেছেন।

মূলত তামিল হিট সিনেমা ‘এঙ্গা চিন্না রাসা’র হিন্দি রিমেক ‘বেটা’। সিনেমাটি ছিল সুপারহিট। শুধু তাই নয়, সেরা অভিনেতা (অনিল কাপুর), সেরা অভিনেত্রী (মাধুরী দীক্ষিত), সেরা পার্শ্ব অভিনেত্রী (অরুণা ইরানি), সেরা প্লেব্যাক গায়িকা (অনুরাধা পাড়ওয়াল) এবং সেরা কোরিওগ্রাফি (সরোজ খান)সহ ৫টি ফিল্মফেয়ার পুরস্কারও পেয়েছিল ওই বছর।

এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।