ঢাকা: আলোচিত মডেল মেঘনা আলম গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় কাশিমপুর মহিলা কারাগার থেকে তিনি মুক্তি পান।
ঢাকা বিভাগের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মো. জাহাঙ্গীর কবির বাংলানিউজকে এ কথা জানান।
গত ১০ এপ্রিল বিশেষ ক্ষমতা আইনে ৩০ দিনের আটকাদেশ দিয়ে ‘মিস আর্থ বাংলাদেশ-২০২০’ বিজয়ী মডেল মেঘনাকে কারাগারে পাঠানো হয়। এরপর গত ১৭ এপ্রিল মামলাটিতে তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরে প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে ধানমন্ডি থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয় তাকে।
এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে ওই আটকাদেশ প্রত্যাহার হয়। পাশাপাশি ধানমন্ডি থানার মামলায় সোমবার (২৮ এপ্রিল) আদালত থেকে জামিন পান মেঘনা আলম।
এজেডএস/এইচএ