ঢাকা, শুক্রবার, ১ কার্তিক ১৪৩২, ১৭ অক্টোবর ২০২৫, ২৪ রবিউস সানি ১৪৪৭

নির্বাচন ও ইসি

মিলছে না আঙুলের ছাপ, খুঁজছেন ভ্যাসলিন-সরিষার তেল!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩৫, জানুয়ারি ৩১, ২০২২
মিলছে না আঙুলের ছাপ, খুঁজছেন ভ্যাসলিন-সরিষার তেল! পুলিশের হাত ধরে ভোট দিতে গিয়েছিলেন বৃদ্ধ সফিউল্লাহ, ছবি: বাংলানিউজ

কুমিল্লা: কুমিল্লার মুরাদনগর উপজেলার টনকী ইউনিয়নের সোনারামপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। লাঠি হাতে ভোট কেন্দ্রে এসেছেন ৯৫ বছরের বৃদ্ধ সফিউল্লাহ।

থরথর করে কাঁপছেন।  

দায়িত্বরত পুলিশ কর্মকর্তার হাত ধরে প্রবেশ করেছেন ভোট কক্ষে। কিন্তু আঙুলের ছাপ না মেলায় ফিরে যাচ্ছেন।  

ইভিএম পদ্ধতিতে সোমবার (৩১ জানুয়ারি) সকাল ৮টায় কুমিল্লার মুরাদনগর উপজেলার ২১টি ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল ৪টা পর্যন্ত।

সফিউল্লাহর মতো ফিরে গেছেন মনির মোল্লা (৬৫) ও জোবেদা খাতুনও (৭৮)। দায়িত্বরত প্রিজাইডিং কর্মকর্তারা পরামর্শ দিচ্ছেন, দুপুর নাগাদ আরেকবার ভোট কেন্দ্রে আসতে।  
 
কেন্দ্রে অনেকে আঙুলে লাগাতে খুঁজছেন ভ্যাসলিন ও সরিষার তেল। বুথে ভোটারদের আঙুলে ভ্যাসলিন লাগাতে দেখা গেল।  

একটি বুথে দেখা গেল, ভোটারকে লুঙ্গিতে আঙ্গুল ঘষতে বলা হচ্ছে।

বৃদ্ধ সফিউল্লাহ বলেন, অসুস্থ শরীর নিয়ে অনেক কষ্ট করে ভোট দিতে এসেছি। আবার দুপুরে আসতে পারব কি না জানি না।  

জোবেদা খাতুন বলেন, কাজ করার কারণে মনে হয় আঙুলের ছাপ মিলছে না। দুপুরে আঙুলে সরিষার তেল লাগিয়ে আসব।

এদিকে সোনারামপুর কেন্দ্রে এক ঘণ্টায় তিনটি বুথে ৬৫টি ভোটগ্রহণ করা হয়েছে। এর মধ্যে আঙুলের ছাপ না মেলায় ফিরে গেছেন প্রায় ৩০ জন ভোটার।  
 
প্রিজাইডিং কর্মকর্তা মো. মনিরুল হক জানান, অনেকের আঙুলের ছাপে সমস্যা হচ্ছে। বিশেষ করে বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে এমনটা হচ্ছে। আমরা তাদের পরামর্শ দিচ্ছি, দুপুর নাগাদ আরেকবার আসতে।  

বাংলাদেশ সময়: ১০২৯ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।