ঢাকা, শুক্রবার, ১ কার্তিক ১৪৩২, ১৭ অক্টোবর ২০২৫, ২৪ রবিউস সানি ১৪৪৭

নির্বাচন ও ইসি

সংসদ ভোট: বাংলাদেশ ব্যাংকসহ সরকারের ছয় বিভাগের সঙ্গে বৈঠকে বসছে ইসি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৮, অক্টোবর ১৬, ২০২৫
সংসদ ভোট: বাংলাদেশ ব্যাংকসহ সরকারের ছয় বিভাগের সঙ্গে বৈঠকে বসছে ইসি ইসি

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ ব্যাংকসহ সরকারের ছয় বিভাগের সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২২ অক্টোবর বৈঠকটি অনুষ্ঠিত হবে।

এদিকে মাঠ প্রশাসনের প্রশিক্ষণ শুরু হবে ২০ অক্টোবর।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর)  ইসি কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন।

এ সংক্রান্ত চিঠিতে বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচনে 'মাঠ প্রশাসনের সাথে সমন্বয়' সংক্রান্ত গঠিত কমিটির সভা আগামী বুধবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার মহোদয়ের সভাপতিত্বে নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে (কক্ষ নম্বর- ৪১৩) অনুষ্ঠিত হবে।

সভায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষে যুগ্মসচিব রহিমা আক্তার, মন্ত্রীপরিষদ বিভাগের যুগ্মসচিব মুহাম্মদ মনিরুল ইসলাম, স্থানীয় সরকারের যুগ্মসচিব খোন্দকার মো. নাজমুল হুদা শামিম, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব ইসরাত জাহান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্মসচিব বদরুল হাসান লিটন, আইন মন্ত্রণালয়ের উপসচিব এ এফ এম গোলজার রহমান এবং বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো. জবদুল ইসলাম উপস্থিত থাকবেন।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল প্রস্তুতসহ বিভিন্ন কাজে কমিশনকে সরকারের ওই সব প্রতিষ্ঠান, সংস্থা, বিভাগের সহায়তা নিতে হয়। তাই এ বৈঠক করা হচ্ছে।

এদিতে আগামী ২০ অক্টোবর শুরু হচ্ছে মাঠ প্রশাসন তথা উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রশিক্ষণ। ১১ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় প্রশিক্ষণরে ২টি করে ব্যাচে ২৫ জন তথা মোট ৫০ জনের দুই দিনব্যাপী (১২টি সেশনে) প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।

ইইউডি/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।