ঢাকা, বৃহস্পতিবার, ৩০ আশ্বিন ১৪৩২, ১৬ অক্টোবর ২০২৫, ২৩ রবিউস সানি ১৪৪৭

নির্বাচন ও ইসি

যুক্তরাষ্ট্রে শুরু হলো এনআইডির কার্যক্রম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩১, অক্টোবর ১৫, ২০২৫
যুক্তরাষ্ট্রে শুরু হলো এনআইডির কার্যক্রম যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে এনআইডির কার্যক্রম

মার্কিন যুক্তরাষ্ট্রে জাতীয় পরিচয় (এনআইডি) নিবন্ধনের কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (১৫ অক্টোবর) এনআইডি মহাপরিচালক এ এস এম হুমায়ুন এ তথ্য জানান।

তিনি বলেন, আমেরিকাতে যে চারটা মিশন অফিস আছে, সেখানে এনআইডির নিবন্ধন কার্যক্রম শুরু হয়ে গেছে। ১০ জনের এনআইডি কার্ড এখান থেকেই প্রসেস করে এবং নাম্বার হওয়ার পর হস্তান্তর করেছি।

বর্তমানে ১১টি দেশে-সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ইতালি, যুক্তরাজ্য, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, কানাডা  জাপান ও যুক্তরাষ্ট্রের ১৭টি স্টেশনে প্রবাসীদের নিবন্ধন ও ভোটার করার কার্যক্রম চলমান রয়েছে। এসব দেশে এরই মধ্যে ১৪ হাজার এনআইডি বিতরণ করা হয়েছে।

ইইউডি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।