ঢাকা, বৃহস্পতিবার, ৩ বৈশাখ ১৪৩২, ১৭ এপ্রিল ২০২৫, ১৮ শাওয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

সিইসি, নির্বাচন কমিশনাররা কে কোথায় ভোট দেবেন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২০
সিইসি, নির্বাচন কমিশনাররা কে কোথায় ভোট দেবেন

ঢাকা: শনিবার (০১ ফেব্রুয়ারি) ঢাকার দুই সিটি নির্বাচনের ভোটগ্রহণ করবে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার (ইসি) কেএম নূরুল হুদা ভোট দেবেন উত্তরার ৫ নম্বর সেক্টরের আইটি স্কুলে। ওইদিন সকাল ১০টায় ভোট দিতে যাবেন তিনি।

বিষয়টি জানিয়েছেন সিইসি’র ব্যক্তিগত সহকারী একেএম মাজহারুল ইসলাম।

জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার ভোট দেবেন মগবাজারের ইস্পাহানী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে।

নির্বাচন কমিশনার ড. মো. রফিকুল ইসলাম ভোট দেবেন কলাবাগানের লেক সার্কাস বালিকা উচ্চ বিদ্যালয়ে।

নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম ভোট দেবেন গ্রিনরোডের স্টাফ কোয়ার্টারের বেসরকারি প্রথমিক বিদ্যালয়ের মহিলা ভোটকেন্দ্রে।

আর নির্বাচন কমিশনার শাহাদাৎ হোসেন চৌধুরী ক্যান্টনমেন্টের ভোটার হওয়ায় তিনি ভোট দিতে পারবেন না।

নির্বাচন কমিশনারদের ব্যক্তিগত সহকারীরা জানিয়েছেন, তারা সকালে ভোট দিয়ে অফিসে আসবেন।

১ ফেব্রুয়ারি ঢাকার দুই সিটি নির্বাচনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২০
ইইউডি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।