ঢাকা, শুক্রবার, ১ কার্তিক ১৪৩২, ১৭ অক্টোবর ২০২৫, ২৪ রবিউস সানি ১৪৪৭

নির্বাচন ও ইসি

২ জোটের ব্যর্থতার বিরুদ্ধে কাস্তে প্রতীকে ভোট দিন: রুবেল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:১৯, জানুয়ারি ৩১, ২০২০
২ জোটের ব্যর্থতার বিরুদ্ধে কাস্তে প্রতীকে ভোট দিন: রুবেল গণসংযোগে সিপিবির মনোনীত মেয়র পদপ্রার্থী ডা. আহাম্মদ সাজেদুল হক রুবেল। ছবি: বাংলানিউজ

ঢাকা: দুই জোটের ব্যর্থতার বিরুদ্ধে কাস্তে মার্কায় ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তরের বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) মনোনীত প্রার্থী ডা. আহাম্মদ সাজেদুল হক রুবেল।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) কাফরুল-মিরপুর-মোহাম্মদপুর-আগারগাঁও-ফার্মগেট এলাকায় গণসংযোগকালে তিনি এ কথা বলেন।

আহাম্মদ সাজেদুল হক রুবেল বলেন, দুই জোটের চার দশকের নগর উন্নয়নের ধারাবাহিক ব্যর্থতার বিরুদ্ধে বিকল্প গড়ে তুলতে কাস্তে প্রতীকে ভোট দিন।

কাস্তে প্রতীকে প্রার্থী আরও বলেন, ঢাকার নগরজীবনের যন্ত্রণা দূর করতে হলে বদলাতে হবে রাজনীতি, গড়ে তুলতে হবে বিকল্প নেতৃত্ব। কাস্তে প্রতীকে বিকল্প নেতৃত্ব গড়ে তোলার লড়াই করে যাচ্ছে। আশা করি, ঢাকাবাসীও সেই বিকল্প গড়ে তোলার ক্ষেত্রে সামিল হবেন।   

গণসংযোগকালে আরও উপস্থিত ছিলেন সিপিবি প্রেসিডিয়াম সদস্য আব্দুল্লাহ ক্বাফী রতন, সম্পাদক আহসান হাবীব লাবলু, মুসলেহউদ্দীন, আসলাম খান, রুহুল আমিন, যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক খান আসাদুজ্জামান মাসুম প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১২৯ গণ্টা, জানুয়ারি ৩০, ২০২০
আরকেআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।