ঢাকা: মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।
সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর সোয়া দুইটার পরপর নির্বাচন ভবনের নিজ দপ্তরে সিইসি এ বৈঠকে বসেন।
মার্কিন দূতের আগমনের উপলক্ষে যোহরের সময় থেকেই নির্বাচন ভবনে বাড়তি নিরাপত্তা জোরদার করে ইসি। মূল ফটকে বাইরে ব্যারিকেড বসানো হয়, বাড়ানো হয় তল্লাশিও।
এছাড়া, ইসি সচিব আখতার আহমেদ নিজে নিচতলায় প্রবেশপথে দূত ট্রেসি অ্যান জ্যাকবসনকে অভ্যর্থনা জানান। তার নেতৃত্বে কর্মকর্তাদের একটি দল মার্কিন প্রতিনিধি দলকে উপরে সিইসির দপ্তরে নিয়ে আসেন।
গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর এটাই ইসির সঙ্গে মার্কিন দূতাবাসের প্রথম বৈঠক।
ইইউডি/এসআইএস