ঢাকা, শুক্রবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

নির্বাচন ও ইসি

শুক্রবার শুরু হচ্ছে সংসদ নির্বাচনের প্রশিক্ষণ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৮, আগস্ট ২৮, ২০২৫
শুক্রবার শুরু হচ্ছে সংসদ নির্বাচনের প্রশিক্ষণ নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের (ইটিআই) মহাপরিচালক এসএম আসাদুজ্জামান

ঢাকা: এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রশিক্ষণ শুরু হচ্ছে শুক্রবার (২৮ আগস্ট)।

নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের (ইটিআই) মহাপরিচালক এসএম আসাদুজ্জামান বিষয়টি জানান।

তিনি আরও জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দুই দিনব্যাপী কোর প্রশিক্ষকদের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান শুক্রবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৯টায় ইটিআইতে অনুষ্ঠিত হবে।

প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

এছাড়া নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, নির্বাচন কমিশনার তাহমিদা আহমদ, নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার এবং নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোঃ সানাউল্লাহ (অবঃ) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ৷

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

জানা গেছে, দু'দিনের কর্মসূচিতে ৭৫ জন কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়া হবে। সেপ্টেম্বর থেকে শুরু হবে প্রশিক্ষক তৈরির প্রশিক্ষণ, যা শেষ হবে অক্টোবরে। এতে তিন হাজার ৬০০ কর্মকর্তাকে ১৫০টির মতো ব্যাচে প্রশিক্ষণ দেওয়া হবে। এরাই আবার ভোটগ্রহণ কর্মকর্তাসহ প্রায় ১০ লাখের মতো লোকবলকে পরবর্তীতে প্রশিক্ষণ দেবেন। প্রশিক্ষণ খাতে প্রায় ১০০ কোটি টাকার মতো সম্ভাব্য ব্যয় ধরেছে ইসি।

এরই মধ্যে সিইসি বলেছেন, ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এজন্য তফসিল ঘোষণা করা হবে ডিসেম্বরের প্রথমার্ধে।

ইইউডি/জেএইচ


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।