ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

নির্বাচন ও ইসি

যত দ্রুত সম্ভব সংসদীয় আসনের তালিকা চূড়ান্ত করা হবে: ইসি সচিব

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৯, আগস্ট ২৭, ২০২৫
যত দ্রুত সম্ভব সংসদীয় আসনের তালিকা চূড়ান্ত করা হবে: ইসি সচিব

ঢাকা: নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ বলেছেন, সংসদীয় আসনের সীমানা নিয়ে শুনানি শেষ হয়েছে। যত দ্রুত সম্ভব আসনগুলোর সীমানার চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

 

বুধবার (২৭ আগস্ট) নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।  

ইসি সচিব বলেন, আগামী আসন্ন নির্বাচন উপলক্ষে সীমানা নির্ধারণ সংক্রান্ত একটা কমিটি এখানে কাজ করেছিল। সেই কমিটির যে খসড়া, সেটা আমরা গত ৩০ জুলাই গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে সর্বস্তরে জানিয়েছি। তখন আমরা বলেছিলাম যে সীমানাটা নির্ধারণ করেছি, সেটা খসড়া। আর যদি কারো কোনো আপত্তি থাকে, তাহলে সেটা যেন ১০ আগস্ট পর্যন্ত এ সময়সীমার মধ্যে আমাদের কাছে দাবি, আপত্তি, সুপারিশ, পরামর্শ ইত্যাদি থাকলে দেন।  

সেই অনুযায়ী আমরা ১০ আগস্ট পর্যন্ত ৩৩টা জেলার ৮৪টা আসন সম্পর্কিত ১১৮৫টি আপত্তি এবং ৭০৮টি পরামর্শ বা সুপারিশ পেয়েছি। সর্বমোট আপত্তি এবং সুপারিশের সংখ্যা দাঁড়ায় ১৮৯৩। এগুলো ছিল ৩৩টা জেলার ৮৪টি আসন সম্পর্কিত।

তিনি বলেন, দাবি-আপত্তিগুলোর ওপর শুনানি করেছি। শুনানিতে আমাদের প্রধান নির্বাচন কমিশনার, অপর চারজন কমিশনার এবং আমরা সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলাম। ২৪ আগস্ট আমরা ৬টা জেলার ১৮টি আসন নিয়ে আলোচনা ও মতামত শুনেছি। ২৫ আগস্ট ৯টা জেলার ২০টি আসন নিয়ে শুনেছি। ২৬ আগস্ট শুনেছি ৬টা জেলার ২৮টি আসন নিয়ে, আর আজ ২৭ আগস্ট আমরা শুনেছি ১২টা জেলার ১৮টি আসন নিয়ে।

ইসি সচিব বলেন, এখন এই যে মতামত পেয়েছি, সেগুলো আমরা লিপিবদ্ধ করেছি। লিপিবদ্ধ করে আমরা পর্যালোচনা করে যত দ্রুত সম্ভব চূড়ান্ত তালিকাটি প্রকাশ করব। এখানে বলে রাখা ভালো—পক্ষ ও বিপক্ষ উভয় দিক থেকেই মতামত এসেছে। আমরা মূলত আপত্তিটা আগে শুনেছি। আপত্তির ক্ষেত্রে যে প্রস্তাবনা এসেছে, তার পক্ষে ও বিপক্ষে কথা শুনেছি, আবার আমাদের করা গেজেটের পক্ষেও মতামত শুনেছি। কাজেই আমরা মোটামুটি সবাইকেই অর্থাৎ একোমোডেট করার চেষ্টা করেছি। তবে সময়ের স্বল্পতা ছিল। একই বিষয়ে একাধিক আবেদন ছিল। তাই একই বিষয়ে যেন বারবার কেউ না বলেন, সে অনুরোধ আমরা সবার কাছে রেখেছিলাম।

ইইউডি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।