ঢাকা, মঙ্গলবার, ২০ শ্রাবণ ১৪৩২, ০৫ আগস্ট ২০২৫, ১০ সফর ১৪৪৭

নির্বাচন ও ইসি

সংসদ নির্বাচন: ৫০ লাখ তালা, সাড়ে ২৭ লাখ সিল কিনবে ইসি

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৯, আগস্ট ৪, ২০২৫
সংসদ নির্বাচন: ৫০ লাখ তালা, সাড়ে ২৭ লাখ সিল কিনবে ইসি ইসি ভবন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যালট বক্সের সুরক্ষা নিশ্চিতে ৫০ লাখ লক (তালা) কিনবে নির্বাচন কমিশন (ইসি)। পাশাপাশি সাড়ে ২৭ লাখ সিলও কিনতে যাচ্ছে সংস্থাটি।

 

সোমবার (৪ আগস্ট) নির্বাচনী সামগ্রী কেনাকাটার সংক্রান্ত এক প্রতিবেদন থেকে বিষয়টি জানা গেছে।  

নির্বাচনের জন্য ২৩ হাজার কেজি লাল গালা, স্বচ্ছ ব্যালট বাক্সের লক ৫০ লাখ, অফিসিয়াল সিল আট লাখ ৪০ হাজার, মার্কিং সিল ১৭ লাখ ৫০ হাজার, ব্রাস সিল লাগবে এক লাখ ১৫ হাজার, গানি ব্যাগ এক লাখ ১৫ হাজার, হেসিয়ান বড় ব্যাগ ৭০ হাজার ও এক লাখ ১৫ হাজার হেসিয়ান ছোট ব্যাগ কিনবে ইসি।

ইসি সচিব আখতার আহমদ জানান, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন কেনাকাটা শেষ করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

ইইউডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।