ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

নির্বাচন ও ইসি

এনআইডি সংশোধনে আবেদন করা যাবে ছয় বার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৫, জুলাই ২১, ২০২৫
এনআইডি সংশোধনে আবেদন করা যাবে ছয় বার বক্তব্য দিচ্ছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ

ঢাকা: কোনো ব্যক্তি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের আবেদন করলে তা বাতিল হতে পারে। তবে তিনি মোট ছয়বার আবেদন করতে পারবেন।

সোমবার (২১ জুলাই) নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ বিষয়টি সাংবাদিকদের জানান।

একজন ব্যক্তি কতবার সংশোধনের আবেদন করতে পারবে-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, চারটা ক্যাটাগরিতে চারবার, তারপর সচিবের কাছে আপিল, তারপর কমিশনের কাছে আবেদন করা যেতে পারে। তার মানে ছয়বার করা যাবে।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, এনআইডি সংশোধন আবেদন জটিলতার ধরন অনুযায়ী চারটি ক্যাটাগরিতে ভাগ করে নিষ্পত্তি করা হয়। এক্ষেত্রে উপজেলা কর্মকর্তা, জেলা কর্মকর্তা, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও এনআইডি ডিজি ক্যাটাগরিগুলো নিষ্পত্তি করেন। কোনো পর্যায়ে সিদ্ধান্তে সন্তুষ্ট না হলে আবেদনকারী পরের ধাপগুলো অবলম্বন করতে পারেন। এনআইডি ডিজির পর ইসি ও কমিশনের কাছে আপিল করা যায়।

অন্য এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, এনআইডি সংশোধন আবেদন কখনো শূন্যে আসবে বলে আমি মনে করি না। তবে পরিমিত পরিস্থিতির মধ্যে আনতে পারবো। ৩১ মে পর্যন্ত যতগুলো আবেদন পেন্ডিং, সেগুলোকে আমি ৩১ আগস্টের মধ্যে কমপ্লিট বলবো। তার সংখ্যা ২৫ থেকে ২৬ হাজার। এটা হচ্ছে লং পেন্ডিং। কিন্তু যারটা বাতিল হলো তিনি তো ফের আবেদন  করছেন। সেটা তো আবার নতুন হিসেবে আসবে। এটা থাকবেই৷ 

ডাটাবেজটা স্ক্যানিং করার কথা বলা হচ্ছে। একটা পর্যায়ে হয়তো এটি শূন্যে এসে দাঁড়াবে বলেও আশা প্রকাশ করেন আখতার আহমেদ।  

ইইউডি/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।