ঢাকা, শুক্রবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

নির্বাচন ও ইসি

অতীতে ‘ভুয়া’ প্রতিবেদন দেওয়া পর্যবেক্ষক নিবন্ধন পাবে না

সিনিয়র করেনপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৫, জুলাই ১৭, ২০২৫
অতীতে ‘ভুয়া’ প্রতিবেদন দেওয়া পর্যবেক্ষক নিবন্ধন পাবে না

ঢাকা: অতীতে নিবন্ধিত হয়ে যারা ভুয়া নির্বাচনী প্রতিবেদন জমা দিয়েছে তাদের পর্যবেক্ষক হিসেবে এবার নিবন্ধন দেবে না নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (১৭ জুলাই) এমন শর্ত রেখে পর্যবেক্ষক নীতিমালা-২০২৫ জারি করেছে ইসি।

নীতিমালায় বলা হয়েছে, আগে নিবন্ধিত থেকে যারা উদ্দেশ্য প্রণোদিত হয়ে প্রতিবেদন জমা দিয়েছে তারা এবার নিবন্ধন পাবে না।

আগের নীতিমালায় শিক্ষাগত যোগ্যতা ছিল এসএসসি, যা এবার এইচএসসি করা হলো। এছাড়া আগে বয়স ছিল ২৫, তা কমিয়ে ২১ বছর করা হয়েছে। অন্যদিকে আগের নীতিমালায় ভোটের আগে পরে সাতদিন পর্যবেক্ষণ করা যেতো। এবার তা কমিয়ে তিন দিন করা হয়েছে। এছাড়া আগের শর্তগুলো প্রায় একই রকম রয়েছে।

নতুন নীতিমালা জারি করে আগের ৯৬টি সংস্থার নিবন্ধন বাতিল করেছে ইসি। তারা ফের নিবন্ধন চাইলে এসব ছাড়াও আগের নীতিমেনে আবেদন করতে হবে বলে জানান ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম।

ইইউডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।