ঢাকা: অতীতে নিবন্ধিত হয়ে যারা ভুয়া নির্বাচনী প্রতিবেদন জমা দিয়েছে তাদের পর্যবেক্ষক হিসেবে এবার নিবন্ধন দেবে না নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (১৭ জুলাই) এমন শর্ত রেখে পর্যবেক্ষক নীতিমালা-২০২৫ জারি করেছে ইসি।
নীতিমালায় বলা হয়েছে, আগে নিবন্ধিত থেকে যারা উদ্দেশ্য প্রণোদিত হয়ে প্রতিবেদন জমা দিয়েছে তারা এবার নিবন্ধন পাবে না।
আগের নীতিমালায় শিক্ষাগত যোগ্যতা ছিল এসএসসি, যা এবার এইচএসসি করা হলো। এছাড়া আগে বয়স ছিল ২৫, তা কমিয়ে ২১ বছর করা হয়েছে। অন্যদিকে আগের নীতিমালায় ভোটের আগে পরে সাতদিন পর্যবেক্ষণ করা যেতো। এবার তা কমিয়ে তিন দিন করা হয়েছে। এছাড়া আগের শর্তগুলো প্রায় একই রকম রয়েছে।
নতুন নীতিমালা জারি করে আগের ৯৬টি সংস্থার নিবন্ধন বাতিল করেছে ইসি। তারা ফের নিবন্ধন চাইলে এসব ছাড়াও আগের নীতিমেনে আবেদন করতে হবে বলে জানান ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম।
ইইউডি