বাংলাদেশ আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীক ওয়েবসাইট থেকে সরিয়ে নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (১৬ জুলাই) ইসি সচিব আখতার আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।
সম্প্রতি আদালতের আদেশে দলটির নিবন্ধন স্থগিত করে ইসি৷ এরপর প্রতীকের তালিকা থেকে নৌকা বাদ দেওয়ার দাবি তোলে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি।
মঙ্গলবার রাতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন-অভিশপ্ত নৌকা মার্কা কোন বিবেচনায় আবার শিডিউলভুক্ত করতে আইন মন্ত্রণালয়ে পাঠালেন।
সস্প্রতি নির্বাচনী প্রতীকের তালিকা সংশোধন করে ১১৫টি করার সিদ্ধান্ত নিয়েছে ইসি। এতে নৌকা প্রতীকও রাখা হচ্ছে। বিষয়টি নিয়ে এনসিপি আপত্তি জানায়।
ইইউডি/আরএইচ