ঢাকা, বুধবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

নির্বাচন ও ইসি

ঢাকার ২ সিটি নির্বাচন আয়োজনে সিইসিকে চিঠি

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৭, মে ২০, ২০২৫
ঢাকার ২ সিটি নির্বাচন আয়োজনে সিইসিকে চিঠি

ঢাকা: ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচন চেয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনকে চিঠি দিয়েছেন এক ব্যক্তি।

তিনি নিজেকে চিঠিতে জুলাই আন্দোলনের সংগঠক ও জাতীয় নাগরিক পার্টির ঢাকা মহানগর দক্ষিণের কর্মী বলে দাবি করেছেন।

মঙ্গলবার (২০ মে) নির্বাচন কমিশনের (ইসি) প্রাপ্তি ও জারি শাখায় চিঠিটি জমা দিয়েছেন।

সিইসিকে লেখা চিঠিতে তিনি উল্লেখ করেন, আমি হোসাইন মো. আনোয়ার, একজন সচেতন নাগরিক। জুলাই আন্দোলনের সংগঠক ও এনসিপি ঢাকা মহানগর দক্ষিণের রাজনৈতিক কর্মী।

ঢাকা মহানগর দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন না হওয়ায় প্রতিনিয়ত সিটি করপোরেশন তালাবদ্ধ করে অবরুদ্ধ করে রাখা হয়েছে। এতে করে জনহয়রানি ও ভোগান্তি বাড়ছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মো. শেখ ফজলে নুর তাপসের মেয়াদ শুরু হয় ২০২০ সালের ১৬ মে এবং তিনি গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে পালিয়ে যায়।
ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলামের কার্যক্রম শুরু হয় ২০২০ সালের ১৬ মে। গত ৫ আগস্ট তিনিও পালিয়ে যান এবং পরবর্তীতে গ্রেপ্তার হন। এরপর ১৯ আগস্ট দুই সিটি করপোরেশনের মেয়র পদশূন্য ঘোষণা করে প্রশাসক নিয়োগ দেয় সরকার। স্বাভাবিক নিয়ম অনুসারে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের কার্যকালের মেয়াদ উত্তীর্ণ হয়েছে ১৫ মে।

চিঠিতে ওই ব্যক্তি আরও বলেন, ঢাকার দুই সিটি করপোরেশনের অন্তত দুই কোটি জনগণ বাস করেন। যদি নির্বাচিত প্রতিনিধি না থাকে তাহলে যাবতীয় কার্যক্রম পরিচালনা করা খুবই কষ্ট সাধ্য। এই বিশাল জনগোষ্ঠীর ভোগান্তির আর শেষ থাকে না। নির্বাচন না দিয়ে জনগণের দৈনন্দিন নাগরিক সেবা ব্যবহৃত হচ্ছে এবং মারাত্মক জটিলতা তৈরি হচ্ছে, যা নগর গঠনের মানবাধিকার লঙ্ঘনের শামিল। এজন্য ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন আয়োজনের জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন তিনি।

এদিকে নির্বাচন কমিশন (ইসি) ইতোমধ্যে ঘোষণা দিয়েছে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করার কোনো পরিকল্পনা নেই। তবে সরকার চাইলে সীমিত পরিসরে স্থানীয় নির্বাচন হতে পারে।

ইইউডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।