ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

শিক্ষা

এসএসসিতে পাস না করায় কালিগঞ্জে ছাত্রীর আত্মহত্যা!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩৩, নভেম্বর ২৯, ২০২২
এসএসসিতে পাস না করায় কালিগঞ্জে ছাত্রীর আত্মহত্যা! প্রতীকী ছবি

সাতক্ষীরা: সাতক্ষীরার কালিগঞ্জে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শারমিন সুলতানা (১৬) নামে এক কিশোরী ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

সোমবার (২৮ নভেম্বর) সন্ধ্যার পর নিজ ঘরের ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সে।

শারমিন উপজেলার ৫নং কুশলিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড ইউপি সদস্য শেখ সিরাজুল ইসলামের মেয়ে। সে এ বছর দক্ষিণ শ্রীপুর কুশলিয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

পারিবারিক সূত্র জানায়, সোমবার এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়। কিন্তু সে পাশ করতে পারেনি। এতে ক্ষোভ ও দুঃখে বাড়ির নিজ কক্ষে ফাঁস দেয় সে। বাড়ির লোকজন বুঝতে পেরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলেও বাঁচানো যায়নি।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ হালিমুর রহমান বাবু বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় তার মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৩৩ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।