ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

শিক্ষা

নিজস্ব বিদ্যুৎ উপকেন্দ্র হচ্ছে খুবিতে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৬, নভেম্বর ১, ২০২২
নিজস্ব বিদ্যুৎ উপকেন্দ্র হচ্ছে খুবিতে

খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) নিজস্ব বিদ্যুৎ উপকেন্দ্রের নির্মাণকাজ শুরু হয়েছে। মঙ্গলবার (১নভেম্বর) ভিত্তির মাটি কাটার মধ্য দিয়ে এ নির্মাণ কাজ উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।

পরে তিনি নির্মাণাধীন সুলতানা কামাল জিমনেশিয়াম ও দশতলা জয়বাংলা একাডেমিক ভবন নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন করেন।

এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যক্ষ অমিত রায় চৌধুরী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, অধিকতর অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের পরিচালক ড. মো. হাসানুজ্জামান, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. আব্দুর রাজ্জাক, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান, উপ-প্রধান প্রকৌশলী (বিদ্যুৎ) এস এম মনিরুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে নির্মাণকাজের সফলতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি আব্দুল কুদ্দুস।

বিদ্যুৎ উপকেন্দ্রটি নির্মাণের চুক্তিমূল্য ১ কোটি ৭৭ লাখ ৪৬ হাজার টাকা। চলতি অর্থবছরের মধ্যে এই উপকেন্দ্রের নির্মাণকাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, নভেম্বর ১, ২০২২
এমআরএম/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।