ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

শিক্ষা

শাবিপ্রবির সৈয়দ মুজতবা আলী হলে ভর্তি শুরু

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৪, আগস্ট ২৭, ২০২২
শাবিপ্রবির সৈয়দ মুজতবা আলী হলে ভর্তি শুরু

শাবিপ্রবি (সিলেট): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সৈয়দ মুজতবা আলী হলে নতুন শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার (২৭ আগস্ট) সকাল থেকে এ কার্যক্রম শুরু হয়।

এ তথ্য জানান মুজতবা আলী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ আবু সাঈদ আরেফিন খান।

তিনি বাংলানিউজকে বলেন, আগামী ২ সেপ্টেম্বর সৈয়দ মুজতবা আলী হল উদ্বোধন করা হবে। এ উদ্বোধনকে কেন্দ্র করে হলের যাবতীয় কাজ সম্পন্ন করা হচ্ছে। শনিবার (৩ সেপ্টেম্বর) থেকে হলের নতুন রুমগুলোতে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীরা থাকতে পারবেন। তাই আজ (শনিবার) সকাল থেকে হলে নতুন শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হয়েছে, যা চলবে বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) পর্যন্ত।

তিনি আরও বলেন, হলে শিক্ষার্থীদের জন্য সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে। হলের খাবারের মান, পড়াশোনার পরিবেশ, ইন্টারনেট, নিরাপদ পানিসহ বিভিন্ন সুয়োগ-সুবিধা রয়েছে। সৌন্দর্য বর্ধনে হলের চারপাশে ফলজ, বনজ ও ওষুধি গাছ লাগানো হয়েছে। আমরা চাই শিক্ষার্থীরা সুন্দর একটি পরিবেশে থেকে পড়াশোনা করুক।

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।