ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

শিক্ষা

বৃহস্পতিবার ঢাবি সিনেটে উঠছে ৯২২ কোটি টাকার বাজেট

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১০, জুন ১২, ২০২২
বৃহস্পতিবার ঢাবি সিনেটে উঠছে ৯২২ কোটি টাকার বাজেট

ঢাকা বিশ্ববিদ্যালয়: ২০২২-২০২৩ অর্থবছরের জন্য ৯২২ কোটি ৪৮লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেট অধিবেশনে উপস্থাপন করা হবে বৃহস্পতিবার (১৬ জুন)।

রোববার (১২ জুন) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় প্রস্তাবিত বাজেট উপস্থাপনের অনুমোদন দেওয়া হয়।

এতে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

ঢাবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ রোববার ২০২২-২০২৩ অর্থবছরের জন্য ৯২২ কোটি ৪৮ লাখ টাকার প্রস্তাবিত বাজেট সিন্ডিকেট সভায় পেশ করেন। সভায় এই বাজেট নিয়ে দীর্ঘ আলোচনা করা হয়। আলোচনা শেষে প্রস্তাবিত বাজেট সিনেটের বার্ষিক অধিবেশনে উপস্থাপনের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ১২ জুন ১২, ২০২২
এসকেবি/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।