ঢাকা, রবিবার, ২৩ ভাদ্র ১৪৩২, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪ রবিউল আউয়াল ১৪৪৭

শিক্ষা

হাসপাতাল থেকে ফিরেই প্রচারণায় মেঘমল্লার

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫২, সেপ্টেম্বর ৭, ২০২৫
হাসপাতাল থেকে ফিরেই প্রচারণায় মেঘমল্লার

হাসপাতাল থেকে ফিরেই প্রচারণায় নেমেছেন বাম সংগঠন সমর্থিত ‘প্রতিরোধ পর্ষদের’ জিএস প্রার্থী মেঘমল্লার বসু। তিনি ছাত্র ইউনিয়নের একাংশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি।

 

অ্যাপেন্ডিক্স অপারেশনের জন্য গত ১ সেপ্টেম্বর পান্থপথের হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি হন মেঘমল্লার বসু। রোববার (৭ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় মেঘমল্লার বসুকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়। এরপর তিনি মধুর ক্যান্টিনে একটি সংবাদ সম্মেলন করেন। বিকেলে তিনি বিজ্ঞান অনুষদের তিনটি হলে প্রচারণা চালাবেন।

মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে হুইলচেয়ারে করে আসেন মেঘমল্লার। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা ভোট দিতে এলেই গোটা ইকুয়েশন বদলে যাবে। যে সমীকরণ করা হচ্ছে তা কিছু দাঁড়াবে না। এখানে স্বাধীনতা বিরোধীরা একটা পোস্টেও জিতে আসতে পারবে না।  

তিনি বলেন, প্রচারণার শেষ দিনে এসে এক অদ্ভুত সময়ের মধ্যে দিয়ে আমরা প্রচারণা শেষ করছি। আমার এই উপস্থিত যদি সহযোদ্ধাদের মনে একটুও প্রেরণা যোগায় তাহলে এটাই আমার প্রাপ্তি হবে।

মেঘমল্লার বলেন, আমাকে চিকিৎসকরা বলেছেন- বিশ্রামে থাকার জন্য। কিন্তু আমি ক্যাম্পাসে চলে এসেছি। রাজপথই আমাদের অক্সিজেন।

এফএইচ/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।