ঢাকা, রবিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

শিক্ষা

জবি ছাত্র ইউনিয়নের সভাপতি জাহিন, সা. সম্পাদক মৃত্তিকা 

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৭, এপ্রিল ১, ২০২২
জবি ছাত্র ইউনিয়নের সভাপতি জাহিন, সা. সম্পাদক মৃত্তিকা 

জবি: বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) সংসদের ২৯তম কাউন্সিল অধিবেশনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি খায়রুল হাসান জাহিন এবং সাধারণ সম্পাদক পদে মৃত্তিকা সরকার নির্বাচিত হয়েছেন।

 

বৃহস্পতিবার (৩১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগে অনুষ্ঠিত অধিবেশনে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।  

অধিবেশনে কেন্দ্রীয় প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. ফয়েজ উল্লাহ।

কমিটির অন্যান্য পদে সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস, ফাতেমা মেঘলা, সহকারী সাধারণ সম্পাদক তিশা সাহা, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, কোষাধ্যক্ষ শাহ সাকিব সোবহান, দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম, প্রচার প্রকাশনা আলফার মোহাম্মদ তাসনীম এবং সমাজকল্যাণ ও পরিবেশ বিষয়ক সম্পাদক হিসেবে অনিকেত রায় রয়েছেন।

এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন কেএম মুত্তাকী, সাজিয়া নওরীন, ক্যাথরিন রত্না।  তবে ১৭ সদস্যবিশিষ্ট এ কমিটির দু’টি পদ ফাঁকা রাখা হয়েছে।  

কাউন্সিল অধিবেশনে নবনির্বাচিত কমিটির নেতারা জবির শিক্ষা সংকট নিরসনে কার্যকর ছাত্র আন্দোলন গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।