ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

শিক্ষা

ইবির চারুকলা বিভাগের ভর্তি পরীক্ষা ২ মার্চ

ইবি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৩, ফেব্রুয়ারি ২৪, ২০২২
ইবির চারুকলা বিভাগের ভর্তি পরীক্ষা ২ মার্চ ইসলামী বিশ্ববিদ্যালয় (ফাইল ছবি)

ইবি (কুষ্টিয়া): ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) স্নাতক (সম্মান) শ্রেণিতে চারুকলা বিভাগে ভর্তিচ্ছুদের ব্যবহারিক পরীক্ষা আগামী ০২ মার্চ অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ১১টার দিকে রবীন্দ্র নজরুল কলাভবনে পরীক্ষা শুরু হবে।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বিভাগীয় সভাপতি অধ্যাপক ড. মামুনুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গুচ্ছভূক্ত ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের যারা চারুকলা বিভাগে আবেদন করেছেন, তারা পরীক্ষায় অংশ নিতে পারবেন। পরীক্ষার্থীদের অঙ্কনের কাগজ সরবরাহ করা হলেও পেন্সিল, রাবার ও আনুসঙ্গিক জিনিসপত্র সঙ্গে আনতে হবে।

পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে হলে প্রবেশ করতে হবে। পরীক্ষার্থীদের অবশ্যই গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার মূল প্রবেশপত্র এবং চারুকলা বিভাগে ব্যবহারিক পরীক্ষার আবেদনের স্লিপ সঙ্গে আনতে হবে।

বাংলাদেশ সময়: ১৫০০ ফেব্রুয়ারি ২৪, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।