ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

শিক্ষা

এক ঘণ্টা কমলো ইবির দাপ্তরিক কার্যক্রম  

ইবি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪০, জানুয়ারি ২৪, ২০২২
এক ঘণ্টা কমলো ইবির দাপ্তরিক কার্যক্রম  

ইবি: সারাদেশে পুনরায় করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দাপ্তরিক কার্যক্রম এক ঘণ্টা কমানো হয়েছে।  

রোববার (২৪ জানুয়ারি) বিকেলের দিকে বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রকাশনা ও জনসংযোগ দপ্তর থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়৷

বার্তায় বলা হয়, করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের অফিস সময়সূচি সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টার পরিবর্তে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

 

আগামী ২৯ জানুয়ারি থেকে এ সময়সূচি কার্যকর হবে।  

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২২
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।