ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

শিক্ষা

ভিসির বাসার বিদ্যুৎ বিচ্ছিন্ন করায় শিক্ষকদের নিন্দা

শাবিপ্রবি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৪৫, জানুয়ারি ২৪, ২০২২
ভিসির বাসার বিদ্যুৎ বিচ্ছিন্ন করায় শিক্ষকদের নিন্দা বিচ্ছিন্ন করা হয় ভিসির বাসভবনের বিদ্যুৎ সংযোগ, ছবি: মাহমুদ হোসেন

শাবিপ্রবি (সিলেট): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে তার বাসার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার নিন্দা জানিয়েছেন 'শাবি শিক্ষক সমিতি'।

রোববার (২৩ জানুয়ারি) রাতে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. তুলসী কুমার দাস এবং সাধারণ সম্পাদক অধ্যাপক মহিবুল আলম যৌথ বিবৃতিতে এ নিন্দা জানান।

এতে বলা হয়, শাবির উপাচার্যের বাসভবনের বিদ্যুৎ, গ্যাস ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্নকারীদের কর্মকাণ্ডে শিক্ষক সমিতি তীব্র নিন্দা জানাচ্ছে। শাবি শিক্ষক সমিতি এ ধরনের কর্মকাণ্ড কখনোই সমর্থন করে না। আন্দোলনকারীরা সব ধরনের সহিংসতা পরিহার করবে বলে শিক্ষক সমিতির প্রত্যাশা।

জানা যায়, রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের বাসভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন আন্দোলনকারীরা। এতে এ নিন্দা জানান শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ০২৪০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।