ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

শিক্ষা

চাঁদপুরে শেখ হাসিনা ছাত্রী নিবাসের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০২, জানুয়ারি ৪, ২০২২
চাঁদপুরে শেখ হাসিনা ছাত্রী নিবাসের ভিত্তিপ্রস্তর উদ্বোধন ছবি: বাংলানিউজ

চাঁদপুর: ১৭ কোটি টাকা ব্যয়ে চাঁদপুর সরকারি মহিলা কলেজে ১২ তলা বিশিষ্ট শেখ হাসিনা ছাত্রী নিবাসের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (০৪ জানুয়ারি) দুপুরের দিকে কলেজটির প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে ভিত্তি প্রস্তরের ফলন উন্মোচন করেন প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এ সময় শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন, কলেজ অধ্যক্ষ মাসুদুর রহমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী ফাহিম ইকবাল, উপ-সহকারী প্রকৌশলী মেহেদী হাসান, আহতার ইকবাল, অর্ণব দাস প্রমুখ উপস্থিত ছিলেন।

কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. মাসুদুর রহমান বাংলানিউজকে বলেন, চাঁদপুরে এবারই প্রথম কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ১২ তলা বিশিষ্ট ছাত্রী হোস্টেল নির্মাণ হচ্ছে। হোস্টেলটিতে ৩৫০ জন শিক্ষার্থীর আবাসন সুবিধা থাকবে। হোস্টেলটিতে শিক্ষার্থীদের জন্য লিফ্ট, ওয়াইফাই জোন, লাইব্রেরি, কমনরুমসহ অত্যাধুনিক সুযোগ-সুবিধা রয়েছে। এ হোস্টেলটির নির্মাণ কাজ শেষ হলে চাঁদপুর, কুমিল্লা, লক্ষ্মীপুর, শরীয়তপুর জেলাসহ অন্যান্য অঞ্চলের শিক্ষার্থীদের আবাসন সমস্যা সমাধান হবে। আশা করি আগামী দুই বছরের মধ্যে হোস্টেলটির নির্মাণ কাজ শেষ হবে।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে বাংলাদেশ সরকারের উন্নয়ন বাজেট থেকে শেখ হাসিনা ছাত্রী নিবাসটির নির্মাণ কাজ পরিচালিত হবে।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।