ঢাকা, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

শিক্ষা

ববিতে গণিত অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৭, নভেম্বর ২৬, ২০২১
ববিতে গণিত অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব 

বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) অনুষ্ঠিত হয়েছে ১২তম স্নাতক গণিত অলিম্পিয়াড ২০২১ আঞ্চলিক পর্ব।

এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের সহায়তায় এবং বাংলাদেশ গণিত সমিতির উদ্যোগে দেশব্যাপী শুরু হয়েছে ‘১২তম স্নাতক গণিত অলিম্পিয়াড ২০২১’।

 

বরিশাল বিশ্ববিদ্যালয় গণিত বিভাগের সার্বিক তত্ত্বাবধায়নে গণিত অলিম্পিয়াডের বরিশাল বিভাগের আঞ্চলিক পর্বটি সম্পন্ন হয়।

শুক্রবার (২৬ নভেম্বর) ১২তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড বরিশাল অঞ্চলের পর্বটি অনলাইনে উদ্বোধন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।

প্রতিযোগিতায় ৬টি বিশ্ববিদ্যালয় ও ৯টি কলেজের ১০৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

প্রতিযোগিতাটি অনলাইনে সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ১২টায় শেষ হয়। গণিত অলিম্পিয়াডের বরিশাল বিভাগের আঞ্চলিক পর্বে বরিশাল, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, ভোলা, ফরিদপুর, রাজবাড়ি, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুরের শিক্ষার্থীরা অংশ নেন।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাস কনফারেন্স হলে আগামী ২ ডিসেম্বর সকাল ১০টায় প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২১
এমএস/জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।