ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

শিক্ষা

সপ্তাহে ৩ দিন চলবে জবির বাস

জবি করেসপন্ডেট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৯, জুন ৯, ২০২১
সপ্তাহে ৩ দিন চলবে জবির বাস

জবি: শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের যাতায়াতের জন্য সপ্তাহে তিন দিন চলবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বাস।  

বুধবার (০৯ জুন) বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবহন প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের যানবাহনে যাতায়াতকারী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিশ্ববিদ্যালয়ের সব ইনস্টিটিউট, বিভাগ ও দাপ্তরিক জরুরি কার্যক্রম চালু রাখার নিমিত্তে বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর স্বার্থে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের যাতায়াত করা যানবাহনগুলো পূর্বনির্ধারিত সময় অনুযায়ী সপ্তাহে তিন দিন (রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার) স্ব স্ব রুটে চলাচল করবে।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, জুন ০৯, ২০২১
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।