ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

শিক্ষা

বাংলাদেশিদের জন্য ভারতের ই-আইটেক কোর্স

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:১৮, ফেব্রুয়ারি ৮, ২০২১
বাংলাদেশিদের জন্য ভারতের ই-আইটেক কোর্স

ঢাকা: সাফটা বিষয়ক কোর্সে অংশ নেয়ার জন্য বাংলাদেশি অংশীজনদের কাছ থেকে আবেদনপত্র আহবান করেছে ঢাকার ভারতীয় হাইকমিশন।  

রোববার (৭ ফেব্রুয়ারি) ঢাকার ভারতীয় হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

ভারতীয় হাইকমিশন জানায়, আগামী ১৫ থেকে ১৭ মার্চ সাফটার ক্যাপাসিটি বিল্ডিং নিয়ে ই-আইটেক কোর্সের আয়োজন করা হয়েছে। নয়া দিল্লির ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ ফরেন ট্রেড সেন্টার ফর ডাব্লিউটিও স্টাডিজ থেকে এই কোর্স পরিচালিত হবে।

করোনা ভাইরাসের প্রেক্ষিতে এবার এই কোর্স অনলাইনে পরিচালিত হবে। যোগ্য প্রার্থীদের অনলাইনে আবেদন করতে আহ্বান জানিয়েছে ভারতীয় হাইকমিশন।

বাংলাদেশ সময়: ০০১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২১
টিআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।