ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

শিক্ষা

উপজেলা শিক্ষা কর্মকর্তার চলতি দায়িত্ব পেলেন ৫১ কর্মকর্তা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৫, অক্টোবর ৬, ২০২০
উপজেলা শিক্ষা কর্মকর্তার চলতি দায়িত্ব পেলেন ৫১ কর্মকর্তা

ঢাকা: ৫১ জন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তাকে উপজেলা শিক্ষা কর্মকর্তার চলতি দায়িত্ব দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
 
মঙ্গলবার (৬ অক্টোবর) এসব কর্মকর্তাকে উপজেলা শিক্ষা কর্মকর্তার চলতি দায়িত্ব দিয়ে নতুন দপ্তরে পদায়ন করে আদেশ জারি করেছে।


চলতি দায়িত্বকে পদোন্নতি হিসেবে গণ্য করা যাবে না উল্লেখ করে আদেশে বলা হয়েছে, উক্ত পদে সরকারি কর্ম কমিশনের মাধ্যমে সরাসরি কর্মকর্তা নিয়োগ বা পদায়ন করা হলে এসব কর্মকর্তাদের আগের পদে ফেরত যেতে হবে। চলতি দায়িত্ব পাওয়া কর্মকর্তার পদোন্নতি না হওয়া পর্যন্ত মূল পদ বা ফিডার পদ শূন্য ঘোষণা করা যাবে না।
 
চলতি দায়িত্ব পাওয়া কর্মকর্তাদের সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে যোগদান করতে হবে বলেও আদেশে বলা হয়েছে।

তালিকা দেখতে ক্লিক করুন>>
 
বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০২০
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।